স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা হয়েছে। এতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রসহ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৭ হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকালে ঢাকা জেলা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের একটি সূত্র জানায়, মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ অর্ধশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এছাড়া এক মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় ৫০০০-৭০০০ জন, অন্য আরেকটি মামলায় অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।
ঢাকা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী বলেন, সাভার মডেল থানায় আটি মামলা হয়েছে, আর আশুলিয়া থানায় রুজু হয়েছে তিনটি মামলা। এসব মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সাভারে ব্যাপক সংসহিতার ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন শতাধিক।