Home ২য় লীড বিটিভির সম্প্রচার কক্ষে আগুন, সাহায্য চেয়ে ফেসবুকে পোষ্ট

বিটিভির সম্প্রচার কক্ষে আগুন, সাহায্য চেয়ে ফেসবুকে পোষ্ট

0

স্টাফ রিপোর্টার : রাজধানীরে রামপুরায় দুপুরে কোটা সংষ্কার আন্দোলনকারীদের দেওয়া আগুনে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) এখনও জ্বলছে। বিটিভির ভেরিফাইড ফেসবুক পোষ্টে এই বিষয়ে সাহায্য চেয়ে পোষ্ট করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায়ও সেখানে আগুন জ্বলছিল। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবেঁ ফায়ার সার্ভিসের কোন উপস্থিতি দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেওয়া এক পোষ্টে বিটিভি বলছে, ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

এর আগে, বিকেল ৫টায় দেওয়া এক পোষ্টে বিটিভি বলছে, বিটিভির গেট ভেঙ্গে শত শত আন্দোলনকারীর প্রবেশ। রিসিপশন ভবনে আ*গুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন।

এর আগে বেলা সাড়ে ৩টার পর বিটিভির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীরা বিটিভি সেন্টারে প্রবেশের পর ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। প্রায় তিন শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।

নাম প্রোশে অনিচ্ছুক বিটিভির এক সাংবাদিক বলেন, ‘বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচার কক্ষে আগুন ধরে গেছে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version