Home ২য় লীড মানিকগঞ্জে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা, আহত অর্ধশত

মানিকগঞ্জে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা, আহত অর্ধশত

0

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করেও বিক্ষোভ থামাতে পারেনি। তারা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা ও উচুটিয়া পুলিশ লাইন্স এলাকা এবং জেলা শহরের খালপাড়সহ বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্র লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। কিছু নেতাকর্মীদের হাতে দেশী অস্ত্র ছিল। এ সময় প্রায় আধা ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে তারা। ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কোপানো ঘটনাও এখানে ঘটতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
বেলা ১১টার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এরাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে উত্তপ্ত উঠে ঢাকা আরিচা মহাসড়কের পরিবেশ।

এ সময় হঠাৎ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে রাম দা ও লাঠি নিয়ে হামলা চালায়। দুপুরের দিকে উচুটিয়া এলাকায় পুলিশ লাইনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সেখানেও তারা হামলার শিকার হন।
আহত শিক্ষর্থীদের মধ্যে ১৩ জন মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে নিশ্চিত করেছেন তত্তাবধায়ক ডা. মো. বাহাউদ্দীন। তাছাড়া আহত অনান্য শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় মানিকগঞ্জে কর্মরত কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা পৌনে ৩টা) ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্পটে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এদিকে সকাল থেকে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কসহ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version