Home ২য় লীড মাদারীপুরে পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, নিখোঁজ ৩ শিক্ষার্থী

মাদারীপুরে পুলিশের ধাওয়ায় লেকে ঝাঁপ, নিখোঁজ ৩ শিক্ষার্থী

0

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ আন্দোনকারীদেরকে ধাওয়া দিলে তারা প্রাণে বাঁচতে শহরের শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তিন জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার কাজ সম্পন্ন হলে জানানো হবে।

এদিকে সংঘর্ষের সময় পুলিশ ৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৬ জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাদের ধাওয়া করে।

প্রায় আধাঘণ্টার এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, যেকোনো উপায়ে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এজন্য ঢাকা-বরিশাল মহাসড়কসহ মাদারীপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে গতকালও কোটা সংস্কার আন্দোলনকারীরা সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই সময় আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version