গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার বিল্লাল মাঝির ভোগদখলীয় জমি ও বসত ঘর দখলে নিতে প্রতিপক্ষ আলমগীর গংদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।
জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষ সরে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল মাঝি প্রতিপক্ষের ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন- একই এলাকার আলমগীর মাঝি (৩৮), শ্যামল (২৮), আরিফ (৩৫), তারিকুল (২৮), রুহুল মাঝি (৩৫), মাঈন উদ্দিন মাঝি (৪০), আব্দুল আজিজ (৩০) এবং বিল্লাল হোসেন (৩৫)।