Home কবিতা বর্ষাকথন

বর্ষাকথন

নাসরীন জামান

0

বরষার বারিধারা ঝরঝর ঝরছে
নদী নালা বিল ঝিল মিঠে জলে ভরছে।
কোলা ব্যাঙ খোলা গলে সুর তুলে গাইছে
নদী পথে দূর দেশে মাঝি দাড় বাইছে।
পথ পাশে পথশিশু অসহায় ভিজছে
কেবা তাকে খুঁজে ফিরে সুনজর দিচ্ছে
ভেজা মাথা গৃহহীনে ঠাঁই খুঁজে মরছে
অনাহারী পেট তার শুধু জলে ভরছে।
ঝূম ধরা বৃষ্টিতে কেউ থাকে আরামে
ফুটো চালে পানি পড়ে কারো ঘুম হারামে।
ইলিশের ভাজা সাথে কেউ খায় খিঁচুড়ি
ভেজা চুলা বলে কেউ খায় চিড়া কি মুড়ি।
কেউ বলে এসো প্রিয়া ছুঁয়ে যাই বরষা
কেউ খোঁজে মেঘহীন আকাশের ভরসা।
সুখে কেউ মেলে ধরে লাল নীল ছাতাটা
কেউ খোলে নোনা জলে বিষাদের খাতাটা।
বরষার দুই চোখ দুই ছবি আঁকে রে
হেসে কেঁদে যায় তারা জীবনের বাঁকে রে।
তবু বলি এসো নেমে একরোখা বৃষ্টি
হোক তাতে জীবনের যত অনাসৃষ্টি।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version