Home কবিতা শৈশবের নদী

শৈশবের নদী

সাজু কবীর

0

শহর থেকে একটু দূরে স্মৃতির ঘাঘট নদী
তরতরিয়ে কুলকুলিয়ে বইছে নিরবধি।
গাভী চরতো নদীর পারে আমরা খেলায়রত
বাঁশের সাঁকোর ওপর থেকে ঝাঁপ দিয়েছি কতো!
কলাগাছের ভেলায় শুয়ে হতাম নিরুদ্দেশ
আকাশপানে চেয়ে চেয়ে সুখ নিয়েছি বেশ।
গরমকালের বিকেল বেলা কাটতো নদীর সনে
শীতল বাতাস শান্তি দিতো ঘাম ছড়ানো মনে।
মাছ ধরতাম বন্ধুরা সব কাদাজলের মেলা
নদী পারের কলমি বনে আমার ছোট্ট বেলা।
রূপহারা আজ বন্ধু তুমি! মনে ভীষণ জ্বালা
দাও ফিরিয়ে স্মৃতির ঘাঘট খোলো চোখের তালা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version