তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ রুহুল আমিন

পরশ্রী

- Advertisement -

অক্ষম গুণের মানুষগুলো
হিংসা বিদ্বেষ করে,
পরের ভালো দেখলে ওরা
জ্বলে পুড়ে মরে।
দেমাক ভারী স্বভাব গুণে
এমন মানুষ গণে,
অন্যের সফল দেখে কভু
শান্তি পায় না মনে।
কৌশল করে ফন্দি আঁটে
করবে কারো ক্ষতি,
হিংসার বশে মেজাজ কড়া
নয়তো ভালো মতি।
নিজের ঈর্ষায় জ্বলন বাড়ে
লাগে অন্যের পাছে,
কুবুদ্ধি আর হিংসা বিদ্বেষ
মগজ ভরা আছে।
হিংসুটে ওই মানুষগুলো
কাম ও ক্রোধে জ্বলে,
অক্ষমতায় হিংসা করে
নিজের কর্ম ফলে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ