আষাঢ় এলোরে বর্ষা নিয়ে
দিনে করে বান,
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে
ব্যাঙে করে গান।
দিনভর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
সূর্য মামা কোথায়?
শিয়াল পণ্ডিতের বিয়ে হবে
মেঘের বাড়ি যেথায়!
মেঘের ডাকে মাছে নাচে
ডাঙায় উঠে আসে,
কচু পাতায় কোলাব্যাঙ
গ্যাঙর গ্যাঙর হাসে।
আষাঢ় এলোরে
গোলাপ মাহমুদ সৌরভ