তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

আব্দুস সাত্তার সুমন

কোথায় গেল সেই দিন

- Advertisement -

কোথায় গেল সেই সময়ের
জোসনা চাঁদের আলো,
বাড়ির উঠোন মধ্য বসে
দারুন লাগতো ভালো।
শীতল পাটি বিছানাতে
গল্পগুজব করে,
আড্ডা হতো গভীর রাতে
মামা চাচার ঘরে।
মিষ্টি রাতের শান্ত হাওয়া
ধানের শীষের গন্ধ,
খেজুর গুড়ের বাটালিতে
আহ কি জাদুর ছন্দ।
ছাগল গরু গোয়াল ঘরে
হাঁস মুরগির ছানা,
মাঠে-ঘাটে ছুটি যেতাম
ছিল না যে মানা
সহজ সরল গ্রামের মানুষ
শান্তি ছিল ঘরে,
হাটবাজারে টঙের দোকান
শুধুই মনে পড়ে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ