তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোশাররফ হোসেন

ঘাসফুলের বেদন

- Advertisement -

পদতলে পিষো না যে আমি ক্ষুদ্র ঘাস ফুল,
গন্ধবিহীন পুষ্প আমি কুসুম বনে নীচ কুল।
ফুলদানির ঐ সাজে হয় না আমার কভু ঠাঁই,
নীরব নির্জন নিভৃতে ভাই ফুটে থাকি তাই।
হাসানাহেনা, গন্ধরাজ, জুঁই, শিউলি, বেলি, বকুল,
তাদের মতো নাই যে সুবাস হৃদয় করতে আকুল।
অনাদরে ফুটে থাকি মাঠে ঘাটে শত,
পথিকের মন কাড়তে চলে চেষ্টা অবিরত।
খুব ক্ষণিকের এ জীবনটা দ্রুতই যাবে ঝড়ে,
ব্যাকুল হৃদয় চেয়ে থাকে ভালোবাসার তরে।
এই বুঝি এক প্রেমিক হৃদয় আমায় নিয়ে তুলে,
ভালোবেসে গুঁজে দিলো তাহার প্রিয়ার চুলে।
এই বুঝি এক বিকেল বেলায় উদাস কোন কবি,
লিখলেন বসে কাব্য কোন এঁকে আমার ছবি।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ