- Advertisement -
ভাল্লাগে তোর মিষ্টি হাসি
আর ওই মায়া মুখ
কন্ঠ যখন কানে বাজে
দিলে আসে সুখ।
ভাল্লাগে তোর মেঘ কালো চুল
হাওয়ায় যখন উড়ে
সুখের যত গান বেজে যায়
আমার হৃদয় জুড়ে।
ভাল্লাগে তোর ইশারাতে
কথা বলার ভঙ্গি
তাই ভেবেছি করবো তোরে
এই জীবনের সঙ্গী।
- Advertisement -