স্টাফ রিপোর্টার : দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে সরকার বিভিন্ন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়’ এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডোর-সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার।
বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী।
মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।