তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

খেলা চলাকালে গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু

- Advertisement -

ফুলকি ডেস্ক : জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। গ্র্যন্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তবে খেলার প্রায় ৩ ঘণ্টা পার হওয়ার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়া। পরে হাসপাতালে নেয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করলেও বাঁচানো যায়নি তাকে।

খেলা চলাকালীন শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টা ৫২ মিনিটে তিনি লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরাও দ্রুতই চিকিৎসা শুরু করেন এই গ্র্যান্ডমাস্টারের। প্রায় ১৫ মিনিট পর্যন্তও তার পালস খুঁজে পাননি ডাক্তাররা। অবশেষে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ