তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সোহান মেহরান

ছেঁড়া জুতোর কান্না

- Advertisement -

ব্যাঙের যখন পকেটে হাত রাখা
বিরান পকেট কাঁদে অবহেলায়,
কোথায় গিয়ে ঠেকছে বেঁচে থাকা
ভাসছে স্বপন কচু পাতার ভেলায়।
কুয়োয় ব্যাঙের বিবি ওঠে গেয়ে
সলতে ছাড়া জ্বলছে হারিকেন,
সুইসাইড আজ করব যে কী খেয়ে
আমায় কিছু উন্নয়ন এনে দেন।
ব্যাঙের স্বামী তাকায় উপর দিকে,
নিচু টাকার উঁচু হাজার বাড়ি,
পোঁটলা খেয়ে ওরাই থাকুক টিকে,
আমরা কুয়োয় করব আহাজারি।
বুক কপাটে জমছে দুঃখের বোঝা,
বলছে ব্যাঙের ফিতে ছেঁড়া জুতো,
মনে রাখিস, সেইদিন হবি সোজা,
যেদিন খাবি আজরাইলের গুঁতো।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ