- Advertisement -
কলম ছেড়ে নেতার ডাকে
লাঠি বৈঠ্য হাতে,
বালক তুমি বোকার স্বর্গে
হাঁটো দিবারাতে।
দাপট দেখাও আজি তুমি
নেতার শক্তি বলে,
ভুলের মাশুল গুনতে হবে
সময় তবে হলে।
চলছো আজি লাগামছাড়া
গুরুজনের ভুলে,
মস্তানি ভাব বিড়ির টানে
চলো বুকটা ফুলে।
চাঁদার টাকা চাইতে গিয়ে
যাচ্ছো তুমি ক্ষেপে,
খুব অসহায় মানুষের হায়
ধরছো টুঁটি চেপে।
চোর ডাকাতি করার টাকায়
খাচ্ছো কিনে গাঁজা,
ছন্নছাড়া —–জীবন নিয়ে
ভাবো নিজের রাজা।
কয়দিন বা চলবে বালক
নিয়ে চাঁদার টাকা,
নেতা তোমার ছিটকে গেলে
দেখবে সবি ফাঁকা।
- Advertisement -