Home কবিতা তৃষিত মানবজমিন

তৃষিত মানবজমিন

সাজু কবীর

স্বপ্ন জাগানিয়া দুধেল আকাশ নেমেছে ধরাতে
ফিসফিস, কানাকানি, জড়াজড়ি সংগোপনে
কত কথা প্রেমময়, কত নির্ভয় সৃজনী-প্রণয়
শুকনো মাটির কোয়া ঠেলে মাথা চাড়া দেয়
ঝাঁক ঝাঁক কচি সবুজের স্বপ্নসুখ-ভরা মনে।
অথচ এ মানবজমিন পানিশূন্যতায় কাতরায়
অনাবাদী ঘর-দোর, ঘুঘু নাচে সুনসান আঙিনায়
আলোকসকাল কিংবা নক্ষত্রের রাত দূর অজানায়
আর কত দিন অপেক্ষায় থাকা দুঃখ-জানালায়!
তবে কি আকাশ নামবে না আমাদের এ তপ্ত ধারায়?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version