তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

মোঃ রহমত আলী

যখন তখন

- Advertisement -

জানিনা ঠিক কে কেমন
মনে হয় সব আমি যেমন
সবার অশ্রুর একই রং
তফাৎ যত কষ্টের ধরন
কারো খুব মিঠা আচরণ
কেউ করে দুঃখ হেসে বরণ
মেজাজ বদলায় যখন তখন
কাটা ঘায়ে নুনের মাখন
যোগ গুণ এর যত যতন
তেল মাথায় তেল দেয় যেমন
তোমার চেয়ে আমি কমল
আমার থেকে তুমি নির্মল
যখন যেমন তখন তেমন
গরমিল রাতদিন যখন তখন।
জানিনা ঠিক কে আপন
বিপদাপদ হঠাৎ যখন তখন
ভাগ্য বদলে কেমন কখন
কর্মফলের ফলাফল তেমন
সবাই কি আর সবার মতন
মুখের মধু যদি হয় অনল
তবেই দেখায় চরম কোন্দল
বিবাদ শেষে কী লাভের ক্রন্দন
আগাম যদি দিতেন অভিনন্দন
জীবন সমাজ হয় হতো চন্দন
এখনো সময় ঠিক করেন বচন
সারা সংসার রতন যখন তখন।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ