- Advertisement -
আষাঢ় এলো গগন মাতিয়া,
কালো মেঘের আনাগোনা –
অবিরাম ঝর ঝরিয়ে পড়েছে,
কৃষকের ধান বোনা।
মাঠঘাট ডোবা জল থইথই,
অথৈই জলে ভরা –
বন্ধ হয়েছে খেয়া পারাপার।
অবিরাম জল পড়া।
বজ্রের গুড়গুড়ি ডাক হাঁকে,
ধেয়ে আসে মাঠে –
মাল্লামাঝি ভয়ে থরথর,
নৌকা বেঁধেছে ঘাটে।
- Advertisement -