তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

জিল্লুর রহমান পাটোয়ারী

“আষাঢ় এলো”

- Advertisement -

আষাঢ় এলো গগন মাতিয়া,
কালো মেঘের আনাগোনা –
অবিরাম ঝর ঝরিয়ে পড়েছে,
কৃষকের ধান বোনা।
মাঠঘাট ডোবা জল থইথই,
অথৈই জলে ভরা –
বন্ধ হয়েছে খেয়া পারাপার।
অবিরাম জল পড়া।
বজ্রের গুড়গুড়ি ডাক হাঁকে,
ধেয়ে আসে মাঠে –
মাল্লামাঝি ভয়ে থরথর,
নৌকা বেঁধেছে ঘাটে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ