- Advertisement -
আষাঢ় মানেই নব্য রূপে
গাছের পাতা সাজে,
আষাঢ় মানেই টিনের চালে
রিমঝিম সুর বাজে।
আষাঢ় মানেই কদম ফোটে
ঘ্রাণে ছড়ায় ধরা ,
আষাঢ় মানেই নতুন ছন্দে
লিখি দারুণ ছড়া।
আষাঢ় মানেই আকাশ ভরা
কালো মেঘের ঝাঁক,
আষাঢ় মানেই হঠাৎ করে
সূর্য দিবে হাঁক।
- Advertisement -