লাল গোলাপের পাপড়ির
মত তোমার ঠোঁটের মায়া
কাজল কালো চোখের নেশায়
কি যে রূপের কায়া।
দুধে আলতা চাঁদের আলো
মিষ্টি মুখের হাসি
কালো চুলে সুগন্ধি দিয়ে
ছড়ায় রাশি রাশি।
রিনিঝিনি চুড়ি পরে
নূপুর বাজে পায়
কুসুম কুসুম সূর্যের আলো
জরিয়ে রাখে গায়।
মিষ্টি কন্ঠে কোকিল ডাকে
টিয়া ময়না পাখি
তোমার রূপের মোহে পড়ে
মনের ভেতর রাখি।