ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে নিখোঁজের একদিন পর সাত বছরের শিশু জিসানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেলে শিশুর লাশ পাওয়া যায় কালামপুর বাজার কবরস্থানের পাশে একটি পরিত্যক্ত ভিটায়। নিহত জিসান ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের বাঙলা গ্রামের জুয়েল রানার ছেলে। জুয়েল রানা কালামপুর বাজারের হাজি বিরিয়ানী হাউজের কর্মচারী। তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কালামপুর বাজার সংলগ্ন আলাম হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। নিহত জিসান কালামপুর বাজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে কালামপুর গ্রামের মঙ্গল আলী ভাড়াটিয়া বাবুকে আটক করেছে র্যাব।নিহত জিসানের বাবা জানান, শনিবার বিকেল তিনটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি আসে জিসান। এরপর বাড়িতে জামা-কাপড় রেখে খেলতে বের হয়সে। এরপর আর বাড়ি ফিরে আসেনি জিসান। কালামপুর এলাকার আশেপাশে নিখোঁজের বিষয়টি মাইকিং করা হয়েছিল। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি।
রবিবার বিকেলে কালামপুর বাজার কবরস্থান সংলগ্ন একটি পরিত্যক্ত ভিটায় জিসানের বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যা সাতটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে খুনীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।