তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ধামরাইয়ে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

- Advertisement -

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে রক্তাক্ত অবস্থায় এক অটোরিকশা চালক ৩ সন্তানের জনকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম বিশ্বাস(২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীসহ ঢাকার সাভারের উত্তরপাড়া খালেক মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের স্ত্রী সীমা আক্তার বলেন, আমার স্বামী একটি ফোন পেয়ে শনিবার রাত ৯টার দিকে গান শুনতে যায় , রাত ১২-১টার মধ্যে চলে আসবে বলে। এরপর থেকেই ফোন বন্ধ ছিল।

আজ রবিবার বিকাল ৩টার দিকে আশপাশের লোকজন জানায়, ধামরাই উপজেলা বাড়ীগাও এলাকায় একটি পুকুর পাড়ে একটি মরদেহ রক্তাক্ত অবস্থাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখতে পাওয়া যায়।
ছিনতাই হাওয়া অটোরিকশার সন্ধান এখনো করতে পারেনি থানা পুলিশ। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

ধামরাই থানা পুলিশ সাংবাদিকদের বলেন, মরদেহের গায়ে একাধিক জখমের চিহ্ন দেখা গেছে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ