- Advertisement -
সজীব যাবে মাছ ধরতে
সাথে নিয়ে বড়শি,
বড়শি ফেলে ধরবে মাছ
দেখবে পাড়াপড়শি।
মাছ ধরছে সজীব একা
বসে মনের আনন্দে,
গাইছে গান সুরের মাঝে
মিলিয়ে ছন্দে ছন্দে।
রোদের তাপে মাছ ধরে
ভরবে নেওয়া হাড়ি,
মনের খুশিতে মাছ নিয়ে
ফরবে এবার বাড়ি।
বেশি মাছ দেখে আনন্দ
সজীবের মুখে হাসি,
আজ মাছ ধরতে পেরেই
সজীব অনেক খুশি।
- Advertisement -