তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ফারুক আহম্মেদ জীবন

তুমি মহাবীর”

- Advertisement -

বিদ্রোহী কবি নজরুল
তুমি ছিলে প্রতিবাদী বিদ্রোহী
জ্বলন্ত উল্কার মত ছিল তোমার তেজে ভরা
এক অকুতোভয় দ্রোহী আত্মা
তুমি তাই করেছিলে বিদ্রোহ উঠেছিলে গর্জে
যখন শোষনে ভরা ছিল এ সমাজ,
সাধারণ মানুষ যখন হচ্ছিল নিঃপেষিত
এই সমাজে ছিল যখন
রক্ত চক্ষু শাসকের বসবাস।
তুমি ছিলে প্রতিবাদী
কলম ছিল তোমার এক ধারালো অস্ত,
কলমের কালিতে ছিল সহস্র জন সৈন্য শস্ত্র।
কালেমার ছিল মনে দূঢ শক্তি,
তুমি যদিও কবি, সকলের কাছে বিপ্লবী
তাইতো আজও তোমার যত ভক্ত
তোমার সৃষ্টির প্রতিটা কাব্য গীত বাণীকে
ভালোবেসে করে সব ভক্তি।
তুমি কলমে করেছ জিহাদ,
তুমি ছিলেএক সত্যের নির্ভীক জিহাদি
সকল অন্যায় অবিচারের ছিলে মহা প্রতিবাদী
সাহায্য করেছে তাই তোমাকে মহান
সৃষ্টি কর্তা আল্লাহ্ নামের সর্বশক্তিমান আহাদ।
তুমি ছিলে সাহসী এক মহাবীর
তুমি ভালোবেসে ছিলে আল্লাহ রাসুলকে
নত করোনি তাই কভু শির।।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ