তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সমীরন রায়

উপকূলবাসী

- Advertisement -

উপকূলে থাকি মোরা- নির্ঘুম কাটে রাত,
মৃত্যুর সাথে যুদ্ধ মোদের, সহ্য করি ঘাত।
ঝড়ে,ঝঞ্ঝায়,দুঃশ্চিন্তাতে বছরগুলো ঘোরে;
অনাহারে কাটে জীবন ছিন্নভিন্ন ঘরে।
প্রকৃতির ঐ রুষ্ট স্বভাব আমরা দেখি চেয়ে,
অশ্রু কেবল আসে নেমে মোদের দু’চোখ বেয়ে।
ঘূর্ণিঝড়ের মুখে পড়ে কত জীবন ঝরে!
জলোচ্ছ্বাসে হাজার মানুষ ভাসে নদীর পরে।
ভেড়িবাঁধতো নেইতো মোদের রাস্তা ভাঙাচোরা;
কেমন করি থাকি বলো- উপকূলের মোরা?
শুধু শুনি সংকেত বার্তা আশ্রয় কেন্দ্রে যাও,
এমন করে টেনে মোদের কত সুখ যে পাও!
বাঁধটা যদি হতো শক্ত শান্তি পেতাম মনে,
চিন্তা মোদের যেতো কেটে দূর্যোগের ঐ ক্ষণে।
কত দূর্যোগ করলাম সহ্য আশ্রয় কেন্দ্র গিয়ে,
যাহা কিছু ছিল মোদের, দূর্যোগ গেলো নিয়ে।
‘সিডর’ এলো, ‘আইলা’ এলো, ‘বুলবুল’ এলো শেষে,
এখন শুনি আসছে ‘রেমেল’ রুদ্র মূর্তির বেশে।
নাম না জানা আরও কত- আসবে ঘূর্ণিঝড়!
সারাজীবন এইভাবে কি ছাড়ব মোরা ঘর?

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ