তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

শেখ মোমতাজুল করিম শিপলু

নশ্বর লীলা

- Advertisement -

বৃষ্টি আসবে – আসবে বলে
লজ্জাতে মেঘ কালো,
মেঘের এই হাল দেখে সূর্য
ছড়ালো না আলো।
মেঘের কান্না শুনলো গগন
আনলো পবন ডেকে,
তুফান হয়ে আসলো সে যে
কাঁদলো ধরায় দেখে।
মেঘে মেঘে ঝগড়া করে
কান্নার আওয়াজ ভবে,
ঈশ্বর বলে কাঁদছো কেন
বৃষ্টি এবার হবে।
ঝড় ঝরে ঝড় বৃষ্টি এলে
শান্তি পায় যে সবে,
মনের আশা পূরণ হলো
শুকর গুজার রবে।
বৃষ্টি যে আজ সাত দিন ধরে
বেজার মুখ যে হলো,
সূর্যের আলো চায় যে সবাই
রবকে দিতে বলো।
রব হয়েছেন সব দিবেন তাই
আমল হলে শুচি,
তাঁর দয়াতে বাঁচে সবাই
কামার কুমার মুচি।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ