তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুসংবাদ দিল জাবি

- Advertisement -

জাবি প্রতিনিধি : প্রতি বছর ফিলিস্তিনের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের উপপ্রধান জিয়াদ এম এইচ হামাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী।

জিয়াদ এম এইচ হামাদ এ আগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তা ও ফিলিস্তিনি দূতাবাস অফিসের প্রধান প্রশাসনিক অফিসার আফিয়া ইবনাত উপস্থিত ছিলেন।

এছাড়াও নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান ললিতা সিলওয়ালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ড. মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. মহিউদ্দিন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগ্রহ ব্যক্ত করেন।

নেপাল দূতাবাস অফিসের উপ-প্রধান ললিতা সিলওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উচ্চমানের কথা জেনে নেপালি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই ঢাকাস্থ নেপাল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ