- Advertisement -
মরুর হাওয়া বঙ্গদেশে
তপ্ত রোদ আগুন বেশে
বইছে সাড়া বাংলাদেশে
অগ্নি দেখ ধানের শীষে।
ফাটলো কাঠ,ফাটলো মাঠ
রোদের চোটে ফাটলো ঘাট
শুকিয়ে গেছে দীঘির জল
তপ্ত রোদের ভয়াল ফল।
প্রাণীকুল করে হাঁসফাঁস
কৃষককুলের নাভিশ্বাস
শ্রমিক মজুর হাঁপায় বসে
গাছের নিচে রাস্তার পাশে।
হিটষ্ট্রোকে মরছে মানুষ
জীবন যেন এখন ফানুস
মরছে পশু, মরছে পাখি
কেমনে এদের বাঁচিয়ে রাখি?
প্রকৃতির এমন রূঢ় আচরণ
মানুষ আমরা তাহার কারণ
গাছগাছড়া করছি উজাড়
ভরছি কেবল নিজের উদোর ।
দেশের জন্য দরকার
পঁচিশ ভাগ বনভূমির
আমরা যদি বাঁচতে চাই
বেশি বেশি গাছ লাগাই।
- Advertisement -