স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের উদ্যোগে জেলার দু’টি উপজেলার মোট ৮টি স্থানে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে একযোগে রহমতের বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর অধ্যক্ষ মোঃ আফজাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ইস্তেসকারের নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। ভিন্ন ভিন্ন স্থানে জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে নেতারা বলেন, জল ও স্থলে যত বিপদ মুসিবত সবকিছু আমাদের দুই হাতের কামাই। আমাদের পাপের কারণে আজকে প্রকৃতির বিরুপ আবওহাওয়া। এ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে। সমাজ থেকে অন্যায়, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গায়ই সফল হওয়া যাবে।
এছাড়াও থানার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ এ দোয়ায় স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। তারা দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন। নামাজ শেষে সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।