তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

জান্নাত মিমি

আম কুড়াবো চল

- Advertisement -

ঝড় উঠেছে ঝড় উঠেছে
আম কুড়াবো চল
আমরা সবাই এক হয়েছি
দস্যি ছেলের দল।
আম বাগানে ডাল ভেঙেছে
আম পড়েছে খুব
এমন খবর পেয়ে কি আর
যায় কি থাকা চুপ?
আম কুড়াবো জাম কুড়াবো
বৃষ্টি জলে ভিজে
লবন দিয়ে আম মাখিয়ে
খেতে মজা কিযে।
চল রে সবাই জ্বলদি করে
আম কুড়াতে যাই
বৈশাখ এলে এমন বেলা
আমরা ফিরে পাই।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ