তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

আনজানা ডালিয়া

প্রকৃতিই ফেরত দেয়

- Advertisement -

 

পেরেক ঠোকার আওয়াজতো হলোনা
কিসের যেন পোড়া গন্ধ
চেনা গন্ধ -তবু চিনতে কষ্ট হচ্ছে
এযে মন পোড়ার গন্ধ।
আকাশ থেকে মেঘ ছিড়ে পড়লো নীল টিপ হয়ে
সে বিরহে কাঁদছে ধবলা রূপন্তি।
বেহালার করুন সুর দিয়ে কেঁদেছিলো একদিন প্রকৃতি মা
প্রকৃতি মা ফেরত দিলো তারই ধারের বাটি
চেনা সুরে,জানা ছন্দে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ