তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

লুৎফুর রহমান চৌধুরী

দুপুর বেলা

- Advertisement -

দুপুর বেলা এসো বন্ধু
বলবো মনের কথা
গুছে যাবে হয়তো তখন
সকল দুঃখ ব্যথা।
বসে বসে নানান ভাবে
আঁকবো ছবি মিলে,
দুজন মিলে গল্প করবো
নৌকা নিয়ে বিলে।
মান অভিমান চাই না ওগো
এই না নিঠুর রাতে,
শক্ত করে ধরো তুমি
হাতটি আমার হাতে।
পিছন ফিরে চাই না যেতে
এসো কাছে এসো,
ভালোবাসার আস্তানাতে
একটু পাশে বসো।
ভাগাভাগি করে নেবো
থাকবো না আর দুঃখে,
নিশীথ্ রাতের বন্ধু সাথে
কাটবে অনেক সুখে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ