- Advertisement -
অবহেলায় যাকে ভেঙেচুরে দিলে
কেন খোঁজ তাকে বারেবারে?
যার নামে বিরক্তির পুঁথি ঝাড়লে
তার শূন্যতা কাঁদায় দ্বিপ্রহরে।
তিক্ত কথায় যার বুক ছেদ করলে
কেন তার পাগলামি ভাবাচ্ছে,
যার তপস্যার ফুল ছিঁড়ে ফেললে
তার সরলতা ভিতর পোড়াচ্ছে।
নিষ্পাপ প্রণয়কে যার গলা টিপলে
কেন হাত বাড়াচ্ছ পেতে তাকে?
যার তপস্যায় কলঙ্কের কালি ছিটলে
তার স্মৃতি যত্নে সাজাচ্ছ বুকে।
মিথ্যা অপবাদ যাকে কয়েদি বানালে
কেন তার সত্যে মাথা নোয়াচ্ছ,
যার অবলম্বন চিরতরে নাশ করলে
তার প্রেমে নিজের মন রাঙাচ্ছ।
নেকামি আখ্যা দিয়ে যাকে কাঁদালে
কেন তাড়া তার হাসিমুখ দেখতে?
যার বিশ্বাসের আলোটা কেঁড়ে নিলে
চাইছো তাকে শেষ মোনাজাতে।
- Advertisement -