তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

বঙ্গবন্ধু সড়কে রেলক্রসিং বার ভাঙা, দুর্ঘটনার আশঙ্কা

- Advertisement -

নারায়ণগঞ্জ সংবাদদাতা নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট এলাকার রেলক্রসিং বার ভেঙে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই ট্রেন চলছে এলাকাটি দিয়ে।

মঙ্গলবার (২ এপ্রিল) শহরের দুই নম্বর রেলগেট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

এ সময় শহরের দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধু সড়কের পশ্চিম দিকের রেলক্রসিং বারটি ভাঙা দেখা যায়। এ রাস্তা দিয়েই নিয়মিত ট্রেন চলাচল করছে। অন্যদিকে ঝুঁকি নিয়ে একই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধর এ রেলক্রসিং বারটি ভাঙা। এখনও এটি ঠিক করানো হয়নি। ঝুঁকি নিয়ে এদিক দিয়ে যানবাহন চলাচল করছে। প্রায়ই যানজটের ফলে রেললাইনের ওপরই যানবাহন দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে রেলক্রসিং বার না থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার কামরুল বলেন, আমরা এটি ঠিক করতে টেকনিশিয়ান সিরাজকে বার বার বলেছি। তিনি গাফলতি করছেন, দেরি করছেন। এখন আবার বলা হবে। আশা করছি, আজ-কালের মধ্যে এটি মেরামত করা হবে।

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর একই এলাকায় এক নম্বর রেলগেট ক্রসিংয়ে আটকে পড়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ