তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ফেরদৌস জামান খোকন

প্রিয় দেশ

- Advertisement -

সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ
দেশকে সবাই ভালোবাসি গর্বের নাই শেষ
সোনার চেয়ে বেশি খাঁটি
আমার দেশের জানি মাটি
ধনী গরিব সবাই মিলে থাকি আমরা বেশ
সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ।
সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ,
বিপদাপদ আসলে দেশে থাকেনা কভু ক্লেশ,
রক্ত দিয়ে কেনা দেশে
কথা বলি হেসে হেসে
গুণের কথা যত বলি হবে নাতো শেষ,
সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ,
সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ,
দেশের সবাই থাকবে ভালো করছি দাবি পেশ,
আমার দেশের নদীর মাঝে
ব্যস্ত থাকে মাঝি কাজে
রাখাল ছেলে বাঁশি নিয়ে চড়ায় গরু মেশ
সব দেশের চেয়ে সেরা আমার এই না দেশ।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ