তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

রুশো আরভি নয়ন

বায়না

- Advertisement -

চাঁদ উঠেছে নীল আকাশে
ঈদ এসেছে ঐ,
মাগো আমার এবার ঈদের
নতুন জামা কই?
কোথায় মাগো মিষ্টি পায়েস
পোলাও ভাতের হাঁড়ি,
দাও না গো মা জলদি করে
নয়তো করব আড়ি।
কাঁদো কেন মুখ লুকিয়ে
শাড়ির আঁচল তলে?
তুমি কি মা রাগ করেছ
বায়না ধরছি বলে?
পড়ব না মা নতুন জামা
খাব না আজ কিছু,
তবুও তুমি আর কেঁদো না
ধরব না আর পিছু।
কবে মাগো সবার মতো
ঘুচবে সকল দুখ,
আনন্দ আর উচ্ছ্বাসে মা
আসবে ফিরে সুখ!
মিলবে খোকা সুখের দিশা
সবুর করো আজ,
পরের ঈদে সেজো তুমি
মনের মতো সাজ।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ