তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

ফারুক আহম্মেদ জীবন

এসো রোজা রাখি”

- Advertisement -

এসো সবাই রোজা রাখি
পাপ থেকে সব দূরে থাকি,
কুরআন পড়ি অর্থ বুঝে
আল্লাহ্ আল্লাহ্ বলে ডাকি।
আল্লাহ্ মোদের সৃষ্টিকর্তা
কুরআনে তা পাই যে বার্তা,
জাহান্নামে আবাস হবে
না শুনলে সে রবের কথা।
রোজা রাখলে পাপের বোঝা
জীবন থেকে যাবে কমে,
সাজা মোদের মোচন হবে
জিকির করলে প্রতি দমে।
হালাল হারাম বেছে চলি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,
সৃষ্টির সেরা আমরা মানুষ
সত্য সুন্দর জীবন গড়ি।
সুদ ঘুষ কুৎসা পরনিন্দাতে
নিজকে যেনো নাহি জড়াই,
যাকাত ফিতরা আদায় করি
না করে অহংকার বড়াই।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ