- Advertisement -
নীরব অভিমান
প্রণয়ের দ্বারে,
ভালোবাসা নিঃশেষ
সময়ের কারাগারে।
একাকী দুঃখে নিহিত
অশ্রুজলের উচ্ছ্বাস,
বিষাদের তীর্থে
কষ্টের নিভৃত উপহাস।
ভালোবাসার অস্থিরতায়
অস্তিত্বের স্থিরতা,
সাগরের বুকে জাগে
মহাকালের জরাজীর্ণতা।
নিশাচর মোহনায়
জীবন স্তব্ধ,
অশান্ত মনে হৃদয়ের বাঁধনে
স্বপ্নগুলো হয় বিধ্বস্ত।
গভীর অন্ধকারে
আলোর নির্বাসন,
শূণ্যতায় অবচেতন
ভালোবাসার বিরহিত নিরব শাসন।
নিয়ন আলোয় বর্ণিল
আলোকিত মিছিল,
নির্জন চারদিক
তবুও আঁধার নিখিল।
- Advertisement -