- Advertisement -
তারাবির নামাজ বিশ নাকি আট
খুঁজতে গিয়ে দেখি বালুচর মাঠ।
রকেটে চড়ে কোথায় যেতে চাও
থামো তুমি ধীর গতি সালাত পড়ে নাও।
তারতম্য ঠিক রেখে নামাজ পড়তে চাই
সুন্নত নিয়ে ঝগড়া করিও না ভাই।
তারাবি মানে হলো বিরতিহীন
বাংলাদেশের প্রচলিত দূরত্বহীন।
রাসূলের আলোকে জীবন সবে গড়ি
সামাজিক এ প্রথা বন্ধ করি।
কিয়ামুল লাইল হলো রাতের সালাত
খতমে কুরআনে শুনি মধুর আয়াত।
তর্ক করি কম, ইবাদত করবো বেশি
রমজানের সিয়াম আমি অতি ভালোবাসি।
খুঁজে ফিরে প্রতি রাতে লাইলাতুল কদর
রাসূলের সুন্নাহ গায়ে মাখি আতর।
নামাজ হবে না, অশুদ্ধ পরে যারা
কুরআন সহি ভাবে পড়িবো মোরা।
- Advertisement -