তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

হিমেল দা

দর্পণ

- Advertisement -

সমাজে যারা আজ বড় মাপের বাটপার,
তাদের কাছে জনতা জিম্মি, পারে না কাটপার।
অশুভ কাজে যারা আজ দিনরাত ব্যস্ত,
তাদের কাছে থাকে আজ সমাজের দায়িত্ব ন্যস্ত।
কথা আর কাজে যারা করে নয় ছয়,
শুভজন অহরহ তাকে যেন পায় ভয়।
অপর্কমের জনতার নেই কোনো ঘাটতি,
শুভকর্ম শুভজন নেই একটুও বাড়তি।
এমন যদি হয় আমাদের মনন কিংবা দর্শন,
তবেই না হবেই শুধু অপকর্মেরর বর্ষণ।
বিবেকের দর্পণে দেখি যদি চেহারা,
কতটুকু অন্যায় হয়ে যাবে, বাদ দে সাড়া।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ