- Advertisement -
কাঁচা মাটির সবুজ তেপান্তর
ছোট বড় খাল
বাংলা মায়ের মধুর বুলি
নকশী কাঁথার পাল।
ফুলের গন্ধে মন আনন্দে
ছোট পাখির দল
শিশু কিশোর মাটির বুকে
করে সরবল।
নদীর বুকে ছাপিয়ে পড়ে
টেংরা পাপদা পুঁটি
ডুব সাঁতারে মেতে ওঠে
হয়না খুনসুটি।
বাতাবী লেবুর মিষ্টি সুবাস
বাংলা আমার প্রাণ
সোনার বাংলা গড়তে আবার
করবো অভিযান।
- Advertisement -