স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের গুমাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে আবু হানিফ রানা, শওকত হোসেন ও মাসুদ রানা ভুইয়া।
এ ছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সালাম মোল্লা, বাবুল হোসেন, আরিফ হোসেন, তাইজুল ইসলাম রোমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশারফ হোসেন মোল্লা।
বক্তরা বর্তমান সরকারকে বিনা ভোটের ও রাতের আধারে সিল মেরে নির্বাচিত হওয়ার সরকার আখ্যায়িত করেন। তারা আরও বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করার আহবান জানান।