স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ও আমিনবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় এবং আজ বুধবার ভোরে হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে দুর্ঘটনা দুটি ঘটে।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন।

নিহতেরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের আলফোতের ছেলে মামুন শেখ। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। অপরজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, গতকাল রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় আরিচাগামী লেনে অটোরিকশার চালক মামুন শেখকে কোনো একটি পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। অন্যদিকে একই মহাসড়কের হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে ভোর ৫টার দিকে আরিচাগামী লেনের কোনো পরিবহনের চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হাসান বলেন, ‘গত রাতে হেমায়েতপুর ও আমিনবাজারের দুই ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। এর মধ্যে অটোরিকশাচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে। এ দুই ঘটনায় পরিবহনগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদুৎ এলাকায় প্রাইভেট কারের চাপায় সুনীল চন্দ্র দাশ নামে অটোরিকশাচালক গুরুতর আহত হয়ে স্থানীয় হাবিব হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় আনা হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *