ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলায় একমি ল্যাবরেটরিজের কারখানায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার রাত সাতটার দিকে কারখানা এলাকার ভেতরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার রিভাইদপুর এলাকার মো. সালাম (৪২) ও মমিন (৩০)। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মো. শরিফুল (২৮) ও মো. মোস্তফা (৩০)। তাঁরা সবাই ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ করছিলেন।

ধামরাই থানার পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় একমি ল্যাবরেটরিজের কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় একটি রড বিদ্যুতায়িত হলে চার নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *