ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শাহজাহান আলী পেশায় প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় এলাকায়। তার বাবার নাম সেকেন্দার আলী।
গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন দিয়ে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন মো. শাহজাহান আলী। পথিমধ্যে ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হাইওয়ে পুলিশ।
ওসি সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজন এবং কোম্পানির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার জন্য দায়ী পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে।