হঠাৎ আলোর ঝলকানিতে ছেঁয়ে যায় আকাশ। সেই আলোক রেখা একবিন্দুতে মিলেছে সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারে। বজ্রাঘাতের এমন বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন সৌদি ফটোগ্রাফার ইউসেফ বাজাশ।

সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় ক্লক টাওয়ারের মাথায় বাজ পড়ার একটি ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখলে মনে হয়, আকাশ আর ক্লক টাওয়ারের মধ্যে যেন বিদ্যুতের নান্দনিক সেতু তৈরি হয়েছে।

মক্কায় গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি চলছে। সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত হচ্ছে। যা গোটা দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে।এক ব্যক্তি সেই বাজ পড়ারই ছবি ধরে রেখেছেন নিজের ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে, চরাচর কাঁপিয়ে বাজ এসে পড়ছে মক্কার ক্লক টাওয়ারে। অথচ দেখে যেন মনে হচ্ছে, সেই ক্লক টাওয়ার থেকেই বাজ উঠছে আকাশে। তার পর আকাশ জুড়ে তৈরি হয়েছে আলোর আল্পনা। সৌদির আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও মদিনা, মক্কা, আসির, জাজান এবং আল বাহা অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *