তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

সাইদুল ইসলাম সাইদ

অসুখ

- Advertisement -

বাস্তবতা অনেক কঠিন
অসুখ হলেই বুঝি!
টাকা-পয়সা ভীষণ দামি
খুঁজতো সবে রোজি।
কেমন আছি ভালো কিনা?
যেনো সবার প্রাণ
শ্রদ্ধা করে সবাই আমায়
করে যে সম্মান।
হঠাত করে পড়ছি জ্বরে
জ্বালা হইছে সবার!
আমি এখন অচল পয়সা
নাই যে কেউই কবার।
শ্রম দিয়ে যে যাচ্ছি ঝরে
ঝড়ছে কত ঘাম
ঘুমিয়ে গেলে ভুলে যাবে
আমার সব সুনাম।

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ