তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি’র মিডিয়া তালিকাভুক্ত ঢাকা জেলার একমাত্র স্থানীয় পত্রিকা

শারমিন নাহার ঝর্ণা

মাহে রমজান

- Advertisement -

রহমত আর খুশি নিয়ে এলো মাহে রমজান,
খুশি মনে করবো সবাই খোদার গুণগান।
রমজান মাসে দ্বিগুন নেকি করলে ভালো কাজ,
সকল পাপের চাইবো ক্ষমা ভুলে শরম লাজ।
রমজান মাসে মন খুলে করবো সবাই দান,
প্রশান্তিতে ভরে যাবে মুমিন বান্দার প্রাণ।
লোভ হিংসা সংযত করে পার করবো দিন,
রহমতের মাস রমজান হোক ভেদাভেদ হীন।
রমজান মাসে কবরে আজাব খোদা করেন মাফ,
খাস মনে প্রার্থনা করে মনের পাপ করবো সাফ।
ধনী গরিব অভাগী সকলে মোরা ভেদাভেদ ভুলে,
মাহে রমজানের সম্প্রীতি হোক মন প্রাণ খুলে।

 

- Advertisement -

এ বিভাগের আরও সংবাদ