- Advertisement -
ইচ্ছে করে ঘাস ফড়িং হই
সবুজ ঘাসে উড়ে বেড়াই,
এই পৃথিবীর রূপ লাবন্য
শতগুণে আমরা ফেরাই।
ইচ্ছে করে ফড়িং হয়ে
চিবিয়ে খাই তাজা ঘাস
সুস্থ সবল দেহ নিয়ে
সতেজ থাকি বারো মাস।
ইচ্ছে করে গাছে গাছে
পা ছড়িয়ে দেই লাফ,
খেয়াল খুশি খেলা করে
প্রফুল্যে নেই হাঁফ।
ইচ্ছে করে ছুটে বেড়াই
এই পৃথিবীর পর
ঘাস ফড়িং এর মতো হবে
এই আকাশটাই ঘর।
- Advertisement -